২৫ জুন ২০২৪, মঙ্গলবার



টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার শিশুসহ নিহত ২

টাঙ্গাইল সংবাদদাতা || ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার শিশুসহ নিহত ২


টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এতে ১১ জন আহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনর্চাজ মীর মোহাম্মদ সায়েদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিহাতী থেকে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাক টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়ায় পৌঁছালে অপর দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ আহত হয় অন্তত ১৩ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন