২৬ জুন ২০২৪, বুধবার



মোংলায় ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে কাজ শুরু

বাগেরহাট করেসপন্ডেন্ট || ১৮ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম
মোংলায় ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে কাজ শুরু


বাগেরহাটের মোংলার পশুর নদীতে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব ঘষিয়াখালী ১ লাইটার জাহাজ উদ্ধারে কাজ শুরু করেছে মালিক পক্ষ। শনিবার (১৮ নভেম্বর) সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ডুবে যাওয়া নৌযানের মালিক মো. বশির আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।

মো. বশির আহম্মেদ বলেন, ‘নৌযান ডুবির মাত্র ১৬ ঘন্টা পর আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। প্রথমে নৌযানে থাকা কয়লা অপসারন করতে হবে। এর পর লাইটারটি উদ্ধার  করা হবে। তাই কয়লা অপসারনের জন্য ‘ফারহা’ নামক একটি ট্রাকবোট ও অপসারন করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা” নামক অন্য একটি নৌযান ঘটনাস্থনে আনা হয়েছে। প্রস্তুতিমুলক কার্যক্রম শেষে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে কয়লা অপসারন কাজ। 

নৌযানটির মালিক আরও বলেন,‘আগামী ৪-৫ দিনের মধ্যে কয়লা অপসারন করে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।’

উল্লেখ্য, মোংলাবন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়ায় যাওয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযানটি। তবে লাইটার জাহাজটি ডুবলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন