২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ক্যাম্পাস
প্রিন্ট

জাবির সঙ্গে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সমঝোতা স্মারক

জাবি সংবাদদাতা || ১৭ আগস্ট, ২০২৩, ০৪:৩৮ পিএম
জাবির সঙ্গে টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সমঝোতা স্মারক


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

জানা যায়, চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা-প্রকাশনা এবং সেমিনারের মতো কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের পক্ষে অধ্যাপক মাসাহিকো তোগাওয়া সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রঞ্জন সাহা পার্থ উপস্থিত ছিলেন।

উজ্জল/এইচ



আরো পড়ুন