২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক || ২০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪২ এএম
কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার


চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে এখনও সুস্থ না হওয়ায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার। দলের অন্যতম ভরসার জায়গায় রয়েছেন নেইমার। টুর্নামেন্টটিতে তাকে ছাড়া কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে ব্রাজিলকে। বুধবার (২০ ডিসেম্বর) ক্রীড়া বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে এই তথ্য জানান।

আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। আসরের অন্যতম পরাশক্তি হিসেবে খেলবে ব্রাজিল। দলটি মাঠে নামবে ২৫ জুন। তবে সেলেসাও বাহিনীকে খেলতে হবে প্রধান তারকা নেইমারকে ছাড়াই। 

 ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে জানান, ২০২৪ সালের কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের। বিষয়টি দলের ডাক্তার রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন। লাসমার বলেছেন, নেইমারের সেরে উঠতে এখনও সময় লাগবে। কিন্তু কোপা আমেরিকার খুব বেশি সময় নেই। এটি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। নেইমারের সুস্থ হতে এখনও আগস্ট মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করছি এরপরে তিনি মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি হবেন। 

এর আগে গত ১৮ ডিসেম্বর সামাজিক মাধ্যমে নেইমার একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়াবহ অবস্থা দেখা যায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না, পতন ছাড়া ওঠার মধ্যে পুণ্য নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’

নেইমারের শেয়ার এক করা ভিডিওতে দেখা যায়, ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করতেই নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কখনও ব্যথায় চিৎকার করছেন, কখনও সেটি সহ্য করার আপ্রাণ চেষ্টা করছেন। প্রিয় তারকার এমন অবস্থা দেখে অনেকেই লিখেছেন, 'আপনি ব্যথা সহ্য করার মতো শক্তিশালী হয়ে উঠুন। আমাদের ভালোবাসা আপনার প্রতি রয়েছে। আশা করছি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন।''

গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এরপরে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে সফল অস্ত্রোপচার করা হয় তার পায়ে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন