২৬ জুন ২০২৪, বুধবার



লঙ্কান স্পিন ঘূর্ণিতে ২১৩ রানে থামলো ভারত

ক্রীড়া ডেস্ক || ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
লঙ্কান স্পিন ঘূর্ণিতে  ২১৩ রানে থামলো ভারত


এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লঙ্কান স্পিন ঘূর্ণিতে ২১৩ রানে থামলো ভারত। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট নিয়েছেন ডুনিথ ওয়েলালেজ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল।

রোহিত-গিলের উদ্বোধনী ৮০ রানের জুটিতে দারুণ সূচনা পায় ভারত। রোহিত শর্মা করেন ৫৩ রান। স্কোর বোর্ডে ১০০ রান যুক্ত করার পর টপ অর্ডারের ৪ ব্যাটরকে হারিয়ে চাপে ভারত। পরে ইশান কিষাণ ও কেএল রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়েছিল ভারত। কেএল রাহুল ও ইশান কিশান চতুর্থ উইকেটে ৬৩ রান করার আগে ওয়েললাজ নেন তিন উইকেট। এরপর তিনি রাহুলকেও সরিয়ে দেন এই লঙ্কান স্পিনার। শেষ পর্যন্ত বাঁহাতি শ্রীলঙ্কার স্পিনারের চূড়ান্ত শিকার হন হার্দিক পান্ডিয়া। 

শ্রীলঙ্কাকে একাই ৫ উইকেটই এনে দিয়েছেন ডুনিথ ওয়েলালেজ। আসালাঙ্কা তুলে নেন ৪ উইকেট ও মহেশ থেকশানা নিয়েছন ১ উইকেট।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন