২৬ জুন ২০২৪, বুধবার



সৌম্যর পর ফিরলেন শান্ত

ক্রীড়া ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ এএম
সৌম্যর পর ফিরলেন শান্ত


বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দলীয় অর্ধশতকের আগেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৪৮ রান।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে সাত উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিততে চাইলে বাংলাদেশকে ডি/এল মেথডে ২৪৫ রান করতে হবে। এ অবস্থায় রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই আউট হয়েছেন সৌম্য সরকার। অ্যাডাম মিলনের বলে আউট হয়ে দলে ফিরেই ডাক মারার স্বাদ পান তিনি।

শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও আনামুল হক বিজয়। দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে রানের গতি বাড়তে থাকে। তবে সপ্তম ওভারে আবার ছন্দপতন। এবার ইশ সোধির বলে বোল্ড হন ১৫ রান করা শান্ত।



আরো পড়ুন