০২ জুন ২০২৪, রবিবার



বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৩৫ লাখ টাকা

আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল || ০৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম
বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৩৫ লাখ টাকা


ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য জানান।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে শনিবার (৬ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০ টি যানবাহন পারাপার হয়েছে। 

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৬ হাজার ৪৭৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা। সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ২৩৬ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী মোট ২৪ হাজার ১৮ টি যানবাহন পারাপার হয়েছিল। এ থেকে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। এই ২ দিনে সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চলাচল করেছে।

দিনাজপুরের সালাম বলেন, ‘স্বাভাবিকের তুলনায় এখন ভাড়া চাচ্ছে দ্বিগুণ। আমি উত্তরা থেকে আমাদের প্রতিষ্ঠানের গাড়িতে টাঙ্গাইলে এসে নেমেছি। এখান থেকে দিনাজপুর যাবো। ভাড়া চায় ৮০০ টাকা। এর আগে ৩০০টাকায় যাওয়া যেতো।’ 

রংপুরের যাত্রী কুদরত বলেন, ‘সাভার থেকে এক সহকর্মীর সঙ্গে মির্জাপুরে এসে আগের রাতে ছিলাম। আজকে টাঙ্গাইলে এসে রংপুরের গাড়িতে উঠতে চাচ্ছি।  সেখানে ভাড়া হাঁকাচ্ছে ১ হাজার টাকা। ভাড়া কম দিতে চাইলে বলে তাহলে ১ হাজার ২০০ টাকা দিতে হবে। আগামীকাল আরও বেশি দিয়ে যেতে হবে। তাই উপায় না পেয়ে উঠে পড়লাম।’

রংপুরগামী শ্যমলী পরিবহন হেলপার শফিকুল বলেন, ‘এখন কিছুটা ভাড়া বেশি হবেই। আজকে যে ভাড়া আছে, কালকে আরও বাড়বে।’

টাঙ্গাইল বাস কোচ মিনিবাস মালিক সমতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, ‘পরিবহন শ্রমিকরা যেন বাসভাড়া বৃদ্ধি করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের নজরদারি রয়েছে।’ 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদের  ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেলের জন্যও ৪টি বুথ স্থাপন করা হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে কোনো ধরণের যানজট নেই। স্বাভাবিকের মতো যানযাহনগুলো চলাচল করছে। ঈদের ছুটি হলে আরও যানবাহনের পরিমাণ বাড়বে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।’

ঢাকা বিজনেস/





আরো পড়ুন