দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, উপজেলার ১২ হাজার ৩৩ জন কৃষকের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০১ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। প্রত্যেক কৃষক ৩ টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।
/ঢাকা বিজনেস/