১৮ মে ২০২৪, শনিবার



ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ১৭৩

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ২৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ১৭৩


ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘণ্টায়  ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯১ ডায়রিয়া আক্রান্ত রোগী। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহর পাঠানো এক বার্তায় এই তথ্য জানা গেছে। 

বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ১৭৩জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলা সদর উপজেলায় ৩৮জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১২জন, কসবা উপজেলায় ৮জন, বিজয়নগর উপজেলায় ৮জন, সরাইল উপজেলায় ১৩জন, নবীনগর উপজেলায় ৫৪জন, নাসিরনগর উপজেলায় ১০জন, আখাউড়া উপজেলায় ৯জন ও আশুগঞ্জ উপজেলায় ১১জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ২৯১জন ডায়রিয়া  আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে সদর হাসপাতাল ৭৯জন, বাঞ্ছারামপুরে ২৭জন, কসবায় ৩৫জন, বিজয়নগরে ১২জন, নাসিরনগরে ১৫জন, নবীনগরে ৬৮জন, আশুগঞ্জে ৩০জন, সরাইলে ১৬জন ও আখাউড়ায় ৯জন হাসপাতালে ভর্তি আছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

এদিকে, ঠান্ডা জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়েছেন ১৮জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৪০জন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন