২৯ জুন ২০২৪, শনিবার



পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেনে উপচে পড়া ভিড়

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৪ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
পার্বতীপুর-সান্তাহার রুটের ট্রেনে উপচে পড়া ভিড়


বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের পার্বতীপুর- সান্তাহার রুটের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এই রুটে ট্রেনগুলোতে বগির ভেতরে তিল ধারনের ঠাঁই নেই। ট্রেনের ছাদের উপরেও একই চিত্র। যাত্রীদের বেশির ভাগই চলনবিলসহ দক্ষিণাঞ্চলে ইরি-বোরো ধান কাটতে যাওয়ার শ্রমিক। এ ছাড়াও, ঈদের পরে আত্মীয়স্বজনদের বাড়িতে বেড়ানোর উদ্যেশ্যে যাওয়া যাত্রীও আছেন। অনেকে আবার ঈদের ছুটি শেষে ছুটছেন কর্মস্থলে। 

যাত্রীরা জানান, সড়ক পথে সময় ও অর্থ বেশি লাগে। তাই কষ্ট করে হলেও ট্রেনেই যাচ্ছেন তারা। 

সোমবার (২৪ এপ্রিল) হিলি রেলস্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী মেইল ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

ট্রেনের যাত্রী মো. মোবারক হোসেন বলেন, ‘আমি সরকারি চাকরিজীবী। ঈদের ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি নাটোরে। পার্বতীপুর থেকে ট্রেনের উঠেছি। সড়ক পথে যেতে কয়েক জায়গায় বাস বদল করতে হয়। তাই ট্রেনেই যাচ্ছি। তবে ট্রেনে যে এত ভিড় হবে তা বুঝতে পারিনি। কোনোমতে বগির ভেতরে ঠাসাঠাসি করে যাচ্ছি। গন্তব্যে পৌঁছাতে পারলেই বাঁচি।’ 

ট্রেনের ছাদের উপরে প্রচণ্ড রোদ উপেক্ষা করে বসে যাচ্ছেন শতাধিক যাত্রী। তাদের মধ্যে কথা হয় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির সঙ্গে। আব্দুল মজিদ বলেন, ‘আমরা ২০ জনের দল চলনবিল এলাকায় ইরি-বোরো ধান কাটতে যাচ্ছি। চিলাহাটি থেকে এই ট্রেনে উঠেছি। বগির ভেতরে জায়গা না থাকায় ছাদের উপরে বসে যাচ্ছি। নাটোর নেমে বাসযোগে চলনবিল যাবো। আমরা শ্রমিক মানুষ সড়ক পথে বাসে গেলে অনেক খরচ হবে। তাই রোদের মধ্যে কষ্ট করেই ট্রেনের ছাদে বসে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিবছর আমরা এভাবে যাতায়াত করে থাকি। মোবাইল ফোনে জমির মালিক ডেকেছেন আজকের মধ্যেই পৌঁছাতে হবে। আর আগামীকাল মঙ্গলবার ( ২৫ এপ্রিল) থেকে ধান কাটা শুরু করতে হবে।’ 

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী ঢাকা বিজনেসকে বলেন, ‘হিলি রেলস্টেশনে মাত্র ৩টি ট্রেন থাকে। এরমধ্যে দুটি রাজশাহীগামী আন্তঃনগর (একমুখী) ও ১টি চিলাহাটি থেকে খুলনাগামী মেইন ট্রেন। ঈদের পর রোববার (২৩ এপ্রিল) ও আজ সোমবার (২৪ এপ্রিল) ট্রেনগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ করছি। ট্রেনগুলোর বগির ভেতরে গাদাগাদি করে যাত্রীরা যাতায়াত করছেন। যারা ভেতরে যেতে পারছেন না, তারা ট্রেনের ছাদের উপরে বসে যাতায়াত করছেন।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন