২৬ জুন ২০২৪, বুধবার



পাহাড়ে বারি কমলায় বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা

আবদুল জলিল, খাগড়াছড়ি || ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
পাহাড়ে বারি কমলায় বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা


খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে থোকায় থোকায় ঝুলছে গাঢ় হলুদ বর্ণের কমলা। আকারে ছোট হলেও এসব কমলা বেশ সুমিষ্ট। গাছের পাতার চেয়ে যেন ফল বেশি। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে এসব ফল চাষ করা হয়েছে। এই জাতের কমলা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করলে পাহাড়ি কৃষিজ অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৫ বছর আগে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণায় এই জাতের উদ্ভাবন করে। এটি বর্তমানে বেশ জনপ্রিয়। কেবল খেতেই সুস্বাদু নয়, এটি দেখতেও বেশ সুন্দর। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মাতৃবাগানে এমন দৃশ্য চোখে পড়ে।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘বারি কমলা-২ আমাদের দেশে যে চায়না কমলা আমদানি হয়, তার মতোই। তবে এটার মূল বৈশিষ্ট্য হলো এটি চায়নার কমলার চেয়ে মিষ্টি। গাছপ্রতি ফলনও বেশি। আমাদের দেশের আবহাওয়া উপযোগী। চাষ করে আমাদের দেশের কৃষকেরা লাভবান হতে পারবেন। এতে বিদেশ থেকে কমলা আমদানির  নির্ভরতাও কমবে।’  

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক বলেন, ‘বারি কমলা-২ পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেটের পাহাড়ি অঞ্চলে চাষের উপযোগী। উচ্চফলনশীল চাইনিজ জাতের কমলা বাণিজ্যিক ভিত্তিতে চাষ হলে পাহাড়ে কৃষিজ অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘বারি কমলা-২ অত্যন্ত উচ্চ ফলনশীল জাত। পূর্ণবয়স্ক গাছে সবোর্চ্চ ৫০০ কমলা হয়। নভেম্বর মাসে কমলার রঙ এলেও সংগ্রহ করতে হবে জানুয়ারি মাসের দিকে। ৩-৪ বছরে  মধ্যে ফলন পাওয়া যায়। এছাড়া বারি কমলা-২ রোগবালাই সহিষ্ণু।’

সম্ভাবনাময় বারি কমলা-২-এর বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, ‘বারি কমলা-২ খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষা কেন্দ্র উদ্ভাবন করেছে। ইতোমধ্যে আমরা তাদের কিছু চারা কলম নিয়ে এসেছি। এগুলোর বংশবৃদ্ধি করা হচ্ছে। আমরা দেখেছি, এই কমলার মিষ্টিতা বেশি। কৃষক এই জাতের কমলা চাষের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা হটিকালচার থেকে কমল চারা তৈরি করে কৃষকদের মাঝে বিতরণ করবো। এর মাধ্যমে খাগড়াছড়িতে বারি কমলা-২-এর বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন