২৬ জুন ২০২৪, বুধবার



অভিনেতা নীতেশ পান্ডে আর নেই

বিনোদন ডেস্ক || ২৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম
অভিনেতা নীতেশ পান্ডে আর নেই


মারা গেছেন অভিনেতা নীতেশ পাণ্ডে। বুধবার (২৪ মে) মহারাষ্ট্রের নাসিকের লাগাতপুরী অঞ্চলের এক হোটেলের কক্ষ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

মহারাষ্ট্রের নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেতা। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। জনপ্রিয় টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন নীতেশ পাণ্ডে। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ পাণ্ডে।

ছোট পর্দার পাশাপাশি বলিউডেও সমান তালে অভিনয় করতেন নীতেশ। ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। ‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ ও ‘বাধাই দো’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন