২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



অর্থনীতি
প্রিন্ট

পুঁজিবাজারে কমেছে লেনদেন, কমেছে মূলধনও

মোহাম্মদ তারেকুজ্জামান || ২৫ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ এএম
পুঁজিবাজারে কমেছে লেনদেন, কমেছে মূলধনও


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী সপ্তাহে (১৯ নভেম্বর-২৩ নভেম্বর) টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। সঙ্গে কমেছে সূচক-বাজার মূলধনও। দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার অঙ্কে মোাট লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা জানা গেছে, সদ্য বিদায়ী সপ্তাহে বা আলোচিত সপ্তাহে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৫ কোটি টাকিা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৭ দশমিক ৯৬ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রত্যেকদিন গড়ে লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা। 

এর আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি টাকা। এক্ষেত্রেও গড়ে লেনদেন কমেছে ৭ দশমিক ৯৬ শতাংশ।  আলোচিত সপ্তাহে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২১৫ কোম্পানির শেয়ার ও ইউনিটের। আর ২৬ কোম্পানির কোনে লেনদেন হয়নি। 

বিদায়ী সপ্তাহে ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) গত সপ্তাহের তুলনায় কমেছে ২৩ দশমিক ৪৪ পয়েন্ট, শতাংশের হিসেবে কমেছে ০ দশমিক ৩৭ শতাংশ। ডিএস৩০ সূচক কমেছে ১২ দশমিক ২২ পয়েন্ট, শতাংশের হিসেবে ০ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর ডিএসইএস কমেছে ৬ দশমিক ৭৪ পয়েন্ট, শতাংশের হিসাবে কমেছে ০ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহের তুলনায় আলোচিত সপ্তাহে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৩৫ শতাংশ।

ডিএসই সূত্রে আরেও জানা গেছে, বিদায়ী সপ্তাহে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও ইভেন্স টেক্সটাইল লিমিটেড। আর একই সময়ে টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সিএসই সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৪৪ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৬ কোটি টাকা। দেশের দ্বিতীয় এই শেয়ারবাজারের প্রধান সূচক সিএসএসপিআই আলোচিত সপ্তাহে কমেছে ০ দশমিক ২৪ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ৪৫ শতাংশ, সিএসসিএক্স সূচক কমেছে ০ দশমিক ২৫ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে ০ দশমিক ২২ শতাংশ, সিএসআই সূচক কমেছে ০ দশমিক ৩৬ শতাংশ এবং সর্বশেষ সিএসইএসএমইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৪৯ শতাংশ। 

আলোচিত সপ্তাহে মোট ২৫৪ কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল। এরমধ্যে দরে বেড়েছে ৪৩টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিলো ২৫৪ কোম্পানির শেয়ার ও ইউনিটের। বিদায়ী সপ্তাহে টপটেন গেইনারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজজ লিমিটেড ও ইভেন্স টেক্টটাইল লিমিটেড। আর টপটেন লুজারের তালিকায় থাকা প্রথম তিনটি কোম্পানি হচ্ছে এমারেল্ড  অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন