২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



যুদ্ধ বিরতির পর গাজায় সহযোগিতা জোরদারে নির্দেশ

আ || ২২ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ এএম
যুদ্ধ বিরতির পর গাজায় সহযোগিতা জোরদারে নির্দেশ


যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এ ছাড়াও, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে। এর পরই  ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জনানো হয়েছে।

‘ইউরোপীয় কমিশন গাজায় মানবিক যুদ্ধবিরতিটি ব্যবহার করে সর্বাত্মক মানবিক সহায়তা জোরদারের চেষ্টা করবে।’  উরসুলা ভন ডার লেইন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আন্তরিকভাবে চুক্তিকে স্বাগত জানাই’।

উল্লেখ্য, গত অক্টবরে  জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ খুবই স্বল্প পরিমাণে পৌঁছাচ্ছে। সর্বশেষ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে আরো ১২টি ট্রাক ঢুকেছে। কিন্তু সেখানে এখনো কোন জ্বালানি পৌছায়নি।

হামাস বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা নিক্ষেপের কারণে হামাসের হাতে আটক অন্তত ৫০ জন জিম্মি নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর হামলার জের ধরে তাদের জিম্মি করা হয়েছিল।

ঢাকা বিজনেস/এসএম/



আরো পড়ুন