২৬ জুন ২০২৪, বুধবার



এবার তাজিকিস্তান-চীনে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩২ পিএম
এবার তাজিকিস্তান-চীনে ৭.২ মাত্রার ভূমিকম্প


তাজিকিস্তানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে দেশটির চীন সীমান্তবর্তী অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। প্রাথমিকভাবে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

সিসিটিভি জানায়, এ ভূমিকম্পের কেন্দ্র ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। জিনজিয়াংয়ের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্সে তীব্র কম্পন অনুভূত হয়েছে। উপকেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে এর গড় উচ্চতা ছিল প্রায় ৪ হাজার ৬৫৫ মিটার। 

ইউএসজিএসের অনুমান, এ ভূমিকম্প থেকে ভূমিধসের শঙ্কা থাকলেও, জনসংখ্যা অধ্যুষিত এলাকা তার সংস্পর্শে আসবে না। সংস্থাটি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল আফগানিস্তান ও চীনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে হতে পারে।

প্রাথমিকভাবে এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। প্রথম কম্পনের প্রায় ২০ মিনিট পর ৫.০ মাত্রার একটি আফটারশকও ওই এলাকায় আঘাত হানে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন