২৬ জুন ২০২৪, বুধবার



কোহলির রেকর্ড সেঞ্চুরিতে উড়ছে ভারত

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ নভেম্বর, ২০২৩, ০৫:১১ পিএম
কোহলির রেকর্ড সেঞ্চুরিতে উড়ছে ভারত


আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে ভারত। যেখানে ব্যাট হাতে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বিরাট কোহলি। বিশ্বকাপের নকআউটে যা তার প্রথম সেঞ্চুরি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ২ উইকেটে ৩২৭  রান।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত দলপতি রোহিত শর্মা। দলের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচের শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার। এ জুটির ব্যাট থেকে আসে ৭১ রান।

তবে ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন টিম সাউদি। তার স্লোয়ারে মিড অফে খেলতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন রোহিত। আউট হওয়ার আগে ৪৭ করেন তিনি।

এরপর বাইশ গজে আসেন বিরাট কোহলি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শুভমান গিল। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নিয়েছেন গিল। ম্যাচের ২৩তম ওভারে পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছেড়েছেন গিল। 

পরে ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কোহলি। ম্যাচের ৪২তম ওভারে রাচিন রবীন্দ্রকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম সেঞ্চুরি।

এখন কোহলি ১০০ ও আইয়ার ৬৬ রানে অপরাজিত আছেন। 

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন