২৬ জুন ২০২৪, বুধবার



টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক || ১২ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
টস জিতে ব্যাটিংয়ে ভারত


বিশ্বকপের লিগ পর্ব এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। তাইতো নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। যেখানে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রোহিত শর্মা। রোববার ব্যাঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে । 

লিগ পর্বে এ পর্যন্ত ৮ ম্যাচ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা।আসরে একমাত্র অপরাজিত দল টিম ইন্ডিয়া। লিগ পর্বের শেষ ম্যাচও জিতে অপরাজিত থেকে সেমিফাইনাল খেলতে নামতে চায় ভারত। ১৫ নভেম্বর থেকে শুরু হবে সেমিফাইনাল পর্ব।

অপরদিকে, ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস। সেমির আশা আগেই শেষ হয়েছে তাদের। তবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে ডাচদের সামনে।

ভারত দল: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

নেদারল্যান্ডস দল: কলিন আকারম্যান, শারিজ আহমেদ, স্কট এডওয়ার্ডস, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, নোয়া ক্রোস, বাস ডি লিড, পল ফন মিকিরিন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন