শুরুতেই উইকেট নিয়ে লঙ্কানদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে সফরকারীদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন কুশল মেন্ডিস এবং কামিন্ডু মেন্ডিস। তবে মিডল ওভার এবং ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। আর তাতে লঙ্কানদের নাগালের মধ্যেই রেখেছে টাইগাররা।
বুধবার (৬ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রথম ইনিংস শেষে টাইগারদের ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কানরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। শরিফুল ইসলামের দূর্দান্ত বোলিংয়ের বিপক্ষে প্রথম ওভারে কোনো রানই করতে পারেননি আভিশকা ফার্নান্দো। চাপ পড়ে পরের ওভারে। আর সেই চাপ সামলাতে না পেরেই তাসকিনের বলে ক্যাচ তুলে দিয়েছেন এই ব্যাটার। ৭ বলে ০ রান করে আউট হন আভিশকা। নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন তাসকিন।
চাপ কাটিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস এবং কামিন্ডু মেন্ডিসের ৬৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল চারিথ আসালঙ্কার দল। এমন সময়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। পার্ট টাইম এই বোলারের গুড লেন্থের বল বুঝতে না পেরে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বসেন কুশল। ২২ বলে ৩৬ রান করেছেন তিনি।
সৌম্য কুশলকে ফেরানোর পরের ওভারেই কামিন্ডু মেন্ডিস ফেরেন রান আউট হয়ে। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
বিস্তারিত আসছে...