নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। বুধবার (১২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে মাসসেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়।
ব্যাটে-বলে দারুণ ছন্দে সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে হয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া ব্যাটে-বলেও পারফরম্যান্স করেছেন ধারাবাহিকভাবে। পুরো মাসজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই সাকিব ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার লাভ করেন।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্স সাকিব উজ্জ্বল ছিলেন। টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট শিকার করেন তিনি। সিরিজের শেষ ওয়ানডেতে করেন ৭১ বলে ৭৫ রান। একই সঙ্গে চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
ঢাকা বিজনেস/ এমএ/