২৬ জুন ২০২৪, বুধবার



পবিত্র কাবা-নববিতে বিয়ের অনুমতি দিলো সৌদি সরকার

ঢাকা বিজনেস ডেস্ক || ২৮ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
পবিত্র কাবা-নববিতে বিয়ের অনুমতি দিলো সৌদি সরকার


ইসলামের দুটি পবিত্র স্থান কাবা ও মসজিদে নববিতে বিয়ে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ পালন করতে আসা মুসল্লিদের অভিজ্ঞতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে  জানিয়েছে দেশটি। রবিবার (২৮ জানুয়ারি) সৌদি আরবের পত্রিকা আল ওয়াতানের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের বলা হয়, মক্কার কাবা ও মদিনার মসজিদে নববিতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিয়ের চুক্তিগুলো সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি সরকারের উদ্ভাবনী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগের ফলে দুটি পবিত্র স্থানে সঙ্গীদের নিয়ে আসার জন্য একটি ‘সুযোগ’। যাতে উভয় স্থানের পবিত্রতা রক্ষা করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়।

সৌদি মাজউন বা বিয়ে বিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল জাবরি বলেছেন, ইসলামে মসজিতে বিয়ে পরিচালনার বিষয়টি অনুমোদিত। তিনি বলেন, রাসুল হজরত মোহাম্মদ (সা.) মসজিদে একজন সাহাবির বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। আর মসজিদে নববীতে বিয়ের অনুষ্ঠান পরিচালনা করা মদিনাবাসীর জন্য সাধারণ রীতি। তিনি আরও বলেন, বিভিন্ন কারণে তারা এটা করে। তাদের মধ্যে আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য রয়েছে। অনেক সময় আমন্ত্রিদের বাড়িতে জায়গা দেওয়া সম্ভব হয় না। তাই তারা বিয়ের কাজ শেষ করেন মসজিদে।

যুক্তি দিয়ে আল জাবরি বলেন, কিছু লোক বিশ্বাস করেন যে মসজিদে বিয়ের চুক্তি সম্পন্ন করা ‘আশীর্বাদ ও সৌভাগ্য’ নিয়ে আসে।

তবে মসজিদে নববী ও কাবায় বিয়ে পড়ানোর বিষয়ে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে বলে জানিয়ে আল জাবরি বলেন, ইসলামের এ দুটি স্থানের পবিত্রতার প্রতি মনোযোগ দেওয়া এবং প্রচুর কফি, মিষ্টি বা খাবার আনা থেকে বিরত থাকাও গুরুত্বপূর্ণ।



আরো পড়ুন