১৮ মে ২০২৪, শনিবার



৭ উইকেট হারিয়ে বিপাকে প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক || ০৫ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম
৭ উইকেট হারিয়ে বিপাকে প্রোটিয়ারা


বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩২৬ রানের লক্ষ্য গড়ে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রটিয়াদের সংগ্রহ ১৮.৪ বলে ৭ উইকেটে ৬৭ রান। ক্রিজে মার্কো জ্যানসেন ৮ ও কাগিসো রাবাদা শূন্য রানে ব্যাট করছেন। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং করতে আসেন  কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডি কক এদিন পিচে থিতু হওয়ার আগেই  মোহাম্মদ সিরাজের বলে ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দলের হাল ধরার বদলে উইকেট খোয়ান টেম্বা বাভুমা। জাদেজার বলে আউট হওয়ার আগে ১১ রান করেন তিনি।

এইডেন মার্করাম এদিন ব্যর্থ  হয়েছেন। ফেরান শামির বলে ৯ রান করে ফেরেন তিনি। পরের ওভারে ভারতকে ব্রেক থ্রু এনে দেন জাদেজা। হেনরিখ ক্লাসেনকে ১ রানে আউট করেন তিনি। ক্রিজে এসে রাসি ফন ডার ডুসেন আশা জাগালেও এলবিডব্লিউ এর ফাঁদে পরে সাজ ঘরে ফেরেন তিনি।

ভারতীয় বোলাদের সামনে দাঁড়াতে পাড়ছে না কোনো প্রোটিয়া ব্যাটার। দলটির শেষ ভরসা ডেভিট মিলারও ফিরেছেন ১১ রানে। টপ ও মিডল অর্ডারের সব উইকেট হারিয়ে অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় প্রোটিয়ারা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা , ২টি উইকেট নিয়েছেন শামি ও ১ টি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন