১৮ মে ২০২৪, শনিবার



দ্রুত উইকেট হারিয়ে চাপে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || ০৩ নভেম্বর, ২০২৩, ০৪:১১ পিএম
দ্রুত উইকেট হারিয়ে চাপে নেদারল্যান্ডস


বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। এর পর দ্বিতীয় উইকেটে দারুণ সূচনা পায় ডাচরা। তবে দ্রুত সময়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডাচদের সংগ্রহ ২৩ ওভারে ৫ উইকেটে ১০৮ রান।

এইদিন প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি। মুজিব উর রহমানের বলে ১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অবশ্য এরপর দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন ম্যাক্স ও'দাউদ ও কলিন আকারম্যান।

দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন ম্যাক্স ও আকারম্যান। দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতকের পথে ছিলেন ম্যাক্স। তবে ব্যক্তিগত ৪২ রানে আউট হন তিনি।

কলিন আকারম্যান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দলীয় ৯২ ও ব্যক্তিগত ২৯ রানে তিনি রান আউট হন। এর পর ডাচ শিবিরে ধস নামে । পরের বলেই রান আউট হন আগের ম্যাচের সেরা খেলোয়াড় এডওয়ার্ডস।

মোহাম্মদ নবীর বলে বাস ডি লিড ৩ রানে ফিরলে বিপদ আরও বাড়ে। এ অবস্থায় এখন অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় রয়েছে ডাচরা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন