১৮ মে ২০২৪, শনিবার



৫০ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ২৪ অক্টোবর, ২০২৩, ০৭:১০ পিএম
৫০ রানে ৪ উইকেট নেই  বাংলাদেশের


প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেটে ৫৮ রান। ক্রিজে  লিটন দাস যথাক্রমে ২২ ও ৮ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম ৬ ওভার স্বচ্ছন্দে পার করে টাইগাররা। সপ্তম ওভারে এসে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ।

মার্কো ইয়েনসেনের প্রথম বলেই আউট হন তানজিদ তামিম। তিনি ১২ রান করলেও খাতা খুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত। গোল্ডেন ডাকের স্বাদ পান এ ব্যাটার। চারে নামা সাকিবও ১ রানের বেশি করতে পারেননি। পরের ওভারে লিজাড উইলিয়ামসের বলে আউট হন তিনি।

এর পর মুশফিকুর রহিম আশা জাগালেও পিচে থিতু হতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল।  ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এ অবস্থায়  ব্যাকফুটে রয়েছে সাকিবের দল। বিপর্যয় কাটাতে লড়ছেন লিটন ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন