২৬ জুন ২০২৪, বুধবার



হিংসা হচ্ছে ফারিয়ার

বিনোদন ডেস্ক || ১২ মার্চ, ২০২৩, ০৯:৩৩ পিএম
হিংসা হচ্ছে ফারিয়ার


জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানার-আপ। এরপর শুরু হয় তার শোবিজ যাত্রা। জনপ্রিয়তা পেয়েছেন নাটক আর বিজ্ঞাপনে কাজ করে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়।

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। দেশে ফিরেই জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাজ শুরু করেছেন। নিয়মিত নাটকে অভিনয় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছেন সরব। প্রায় সময়ই নানা ধরনের ইস্যুতে স্ট্যাটাস দিয়ে থাকেন।

শনিবার (১১ মার্চ) তেমনই এক পোস্ট করেছেন তিনি। যদিও পোস্টটি তিনি অনেকটা মজার ছলেই দিয়েছেন। তিনি লেখেন, ‘সবার (পিএম) প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া দেখে, খুব হিংসা লাগল। প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হলেও আমাকে একটি সিনেমা করতে চাই। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। একটু না হয় দেখি। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা কত ভাগ্যবান। হিংসা লাগলেও যারা পেয়েছেন তাদের শুভকামনা।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মুহূর্তগুলোর স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিজয়ী ও তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষিরা। অভিনন্দনের বন্যায় ভাসছেন বিজয়ী শিল্পী, কলাকুশলীরা।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন