২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

৮ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন

স্টাফ রিপোর্টার || ২২ অক্টোবর, ২০২৩, ১০:১০ পিএম
৮ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন


মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি বিকাশ, নগদসহ মোট আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লাইসেন্স পেতে যাওয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কোরি ডিজিটাল ব্যাংক, ডিজি-টেন, ডিজিটাল, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক। বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগের পর লাইসেন্স পেতে ৫২টি আবেদন জমা পড়েছিল। সবকটি আবেদনই ছিল যৌথ উদ্যোগের।

কোনো কোনো আবেদনে ১০টি ব্যাংকের জোটও রয়েছে। সুতরাং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে চেষ্টা করেছে অন্তত পাঁচ শতাধিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‌‘ব্যাংক খাতের সঙ্গে আগেই যুক্ত এমন প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ফি ধরা হয়েছে ২০০ কোটি টাকা। আর ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন প্রতিষ্ঠানকে লাইসেন্স ফি দিতে হবে ৩০০ কোটি টাকা।’

ঢাকা বিজনেস/টি/এইচ



আরো পড়ুন