নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। শুক্রবার ভারতের আহমেদাবাদে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে দারুণ সুচনা পায় আফগানরা। তবে দলীয় ফিফটি পূরণের আগেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭ ওভার শেষে ৩ উইকেটে ৬৪ রান। ক্রিজে রহমত শাহ ১৪ ও আজমতুল্লাহ ওমরজাই ৫ রানে ব্যাট করছেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের হয়ে উদ্বোধন করতে আসেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার দারুণ ছন্দে ব্যাট করতে থাকে।ওপেনিংয়ে বড় জুটির আশা জাগিয়ে ছিলেন তারা। তবে কেশব মহারাজের ঘূর্ণিতে ৪১ রানে ভাঙে এই জুটি। ২৫ রান করে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ।
পরে ক্রিজে আসেন রহমত শাহ। গুরবাজ বিদায়ের এক ওভার না যেতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। এসময় তিনি করেন ১৫ রান। এর পর ক্রিজে এসে থিতু হওয়ার আগে আউট হন হাশমতউল্লাহ শাহিদী। টানা তিন ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান।
এখন আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রহমত শাহ।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এখনো সেমির আশা বেঁচে রয়েছে আফগানিস্তানের। এমন সমীকরণে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে আফগানিস্তান।
ঢাকা বিজনেস/এমএ/