২৬ জুন ২০২৪, বুধবার



তানজিম সাকিবের আঘাতে বিপাকে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || ১৩ মার্চ, ২০২৪, ০৩:০৩ পিএম
তানজিম সাকিবের আঘাতে বিপাকে শ্রীলঙ্কা


সাগরিকায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিয়েছিল পাতুম নিশাঙ্কা-আভিস্কা ফার্নান্ডো জুটি। তাতে বাড়ছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তর কপালে দুশ্চিন্তার ভাঁজ। অবশেষে অধিনায়কের স্বস্তি ফেরালেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। নিজের টানা তি ওভারে ফেরালেন তিন লঙ্কান ব্যাটারকে।

বুধবার (১৩ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। দারুণ শুরু পোয়ায় শ্রীলঙ্কা ১০ ওভারেই তুলে ফেলেছিল ৭১ রান। তবে দশম ওভারের পঞ্চম বলে আভিস্কা ফার্নান্ডোকে কট বিহাইন্ড বানিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম সাকিব। আউট হওয়ার আগে ৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৩ রান করেন তিনি।

আভিস্কার বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার নিশাঙ্কাও। তরুণ পেসার তানজিম সাকিবের পরের ওভার প্রথম বলেই সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন নিশাঙ্কা। ২৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৬ রান করেন তিনি।

চমক বাকি ছিল আরও। ত্রাস হয়ে ওঠা সাকিব নিজের করা পরের ওভারে ফেরান সাদিরা সামারাবিক্রমাকে। মাত্র৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন সামারাবিক্রমা। 

টানা তিন উইকেট হারিয়ে উড়তে থাকা লঙ্কানরা কিছুটা দিশেহারা। সুযোগটা কাজে লাগাতে মরিয়া বাংলাদেশও। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। 




আরো পড়ুন