২৬ জুন ২০২৪, বুধবার



নিলয়-হিমির ‘লাল বাত্তি’

বিনোদন ডেস্ক || ১১ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
নিলয়-হিমির ‘লাল বাত্তি’


রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালায় কুরবান। পৈতৃক সূত্রে পাওয়া এই গ্যারেজটির মালিক সে। গ্যারেজের নাম লাল বাত্তি!দুই কর্মচারী নিয়ে এখানে কাজ করে সে। বাবার আমলে গ্যারেজটির বেশ নামডাক থাকলেও, ছেলের বদৌলতে সেই গ্যারেজের ব্যবসায় এখন লাল বাত্তিই জ্বলছে। এই যখন পরিস্থিতি, তখন কুরবানের গ্যারেজে গাড়ি ঠিক করাতে আসেন নিশি। 

ঠিক করতে গিয়ে তার গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে কুরবান মিস্ত্রি। গল্পের শুরু হয় এখান থেকে। ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা।

এমনই এক গল্প নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’। এতে কুরবান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর নিশি চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি।

এই নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবেন।’

আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘লাল বাত্তি’।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন