কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধে অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। গাজা যুদ্ধের প্রতিবেদনের জন্য আল জাজিরাকে নিষিদ্ধ করে সাময়িকভাবে বন্ধের অনুমতি দেয় দেশটির রেগুলেটরি বিভাগ। শুক্রবার (২০ অক্টোবর) খবর টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন খারহি। এ সময় তিনি বলেন, গত ৭ অক্টোবর আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক সংবাদ পরিবেশন করছে।
পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে ও সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিলটি পাস হলে অন্তত ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আল জাজিরাকে। তবে কর্তৃপক্ষ চাইলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়বে।
ঢাকা বিজনেস/এমএ/