২৯ জুন ২০২৪, শনিবার



আমেরিকান পপ গায়িকা টিনা আর নেই

বিনোদন ডেস্ক || ২৫ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
আমেরিকান পপ গায়িকা টিনা আর নেই


আমেরিকান বংশোদ্ভূত গায়িকা টিনা টার্নার মারা গেছেন। বুধবার (২৪ মে) সুইজারল্যান্ডের জুরিখে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। টিনার প্রচার কর্মকর্তা বার্নার্ড ডোহার্টি একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পপ গায়িকা টিনার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় নি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোক করেছিলেন। কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী।

পঞ্চাশের দশকে ক্যারিয়ার শুরু করেন টিনা। কিছু দিনের মধ্যে এমটিভির সেনসেশন হয়ে যান। তার চার্ট-টপিং গান ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। এ গানে প্রেমকে ‘সেকেন্ড-হ্যান্ড ইমোশন’ বলে অভিহিত করেছিলেন; যা এখনও সমানভাবে জনপ্রিয়।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম গ্রহণ করেন টিনা টার্নার। ৮ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় টিনার নাম।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন