বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুই বছরের জন্য তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানের কোচিং ক্যারিয়ারে রয়েছে ১ যুগের অভিজ্ঞতা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন ।
হেড কোচ হিসেবে শুধু নয়, সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবেও বিভিন্ন সময় কাজ করেছেন পোথাস । সবশেষ ইংলিশ কাউন্টি হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচের দায়িত্বপালন করেন।
খেলোয়াড় হিসেবে পোথাসের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য সমৃদ্ধ নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি ওয়ানডে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে হ্যাম্পশায়ারের হয়ে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলেছেন। ২১৮টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান ১১৪৩৮। করেছেন ২৪টি সেঞ্চুরি ও ৬১টি ফিফটি।
পোথাস আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যুক্ত হবেন।
ঢাকা বিজনেস/এমএ/