১৮ মে ২০২৪, শনিবার



ইংল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত, মালান আউট

স্পোর্টস ডেস্ক || ১০ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম
ইংল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত, মালান আউট


ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। আউট হলেন ডেভিড মালান। কিন্তু আউট হওয়ার আগে তিনি সর্বনাশ করে গেছেন বাংলাদেশের। তলোয়ারের মতো ব্যাট চালিয়ে তছনছ করে দিয়েছেন বাংলাদেশের বোলিং অ্যাটাক। মেহেদির বলে বোল্ড হলেন মালান। সেটি ইনিংসের ৩৭.২ ওভারের কথা। ডেভিন মালান করেন ১০৭ বলে ১৪০ রান।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন ডেভিড মালান। সাকিবের শেষ ওভারের দ্বিতীয় বলে মিড অফে ঠেলে দিয়েই এক রান নেন। তাতে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার পান তিনি। ৯১ বলে ১০০ রান পূর্ণ করেন। 

অপর ওপেনার জনি বেয়ারস্টো ৫৯ বলে ৫২ রান করে সাকিবের বলে বোল্ড হন। ওয়ান ডাইনে নামা জো রুট অপরাজিত আছেন ৭৩ রানে। ৫৯ বলে ওই রান করেন তিনি। ক্রিজে এসেছেন বাটলার। তারা মারিংকাটিং করেই ব্যাট চালাচ্ছেন।

বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা খেলছে ইংল্যান্ড। বোলারদের পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে এনেছেন। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। কিন্তু পেস বোলার কিম্বা স্পিনার- কেউই সুবিধে করতে পারছে না। ব্যাটগুলো তলোয়াড়ের মতো চালাচ্ছে ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ তাকিয়ে আছে উইকেটের দিকে।

৩৯ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৯০ রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড কত রানে গিয়ে থামে সেটাই দেখার বিষয়।

ঢাকা বিজনেস/এনই




আরো পড়ুন