২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



বিশ্বকাপে ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার দেবে ফিফা

ক্রীড়া ডেস্ক || ২৮ মার্চ, ২০২৩, ০৯:৩৩ এএম
বিশ্বকাপে ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার দেবে ফিফা


বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার দেবে ফিফা। আগামী ২০২৬ ও ২০৩০’র পরবর্তী দুই টুর্নামেন্টের জন্য প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করে নতুন এই ক্ষতিপূরণ ঘোষণা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে, তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগ্রামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়। 

এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল অ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে। 

এ সম্পর্কে ইসিএ চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেছেন, ‘এই ধরনের যুগান্তকারী একটি চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই ধরনের এমওইউ বিশ্বব্যাপীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে ক্লাবগুলোর অবদানকে স্বীকৃতি প্রদান করবে।’

এর আগে এ মাসের শুরুতে ফিফা ঘোষণা দিয়েছে ২০২৫ সালের জুন থেকে প্রতি ৪ বছর অন্তর ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সাত দল নিয়ে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছিল। একইসঙ্গে ফিফা নতুন কাঠামোয় আন্তর্জাতিক ক্যালেন্ডারও ঘোষণা করেছে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইতোমধ্যেই এই ক্যালেন্ডার ইসিএ কর্তৃক অনুমোদিত হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন