২৬ জুন ২০২৪, বুধবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম
বিএনপি এখন পুরনো গাড়ি, ব্যাটারি বসে গেছে: তথ্যমন্ত্রী


বিএনপির সাম্প্রতিক কর্মসূচির কঠোর সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি এখন পুরনো গাড়ি, তাদের ব্যাটারি বসে গেছে।’সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যাটারি যেন ডাউন না হয় সে কারণে বিএনপি নানা কর্মসূচি দিয়েছে। কিন্তু পুরনো গাড়ি যেমন যতোই স্টার্ট দেন, তার ব্যাটারি যতোই চার্জ দেন, চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, বিএনপিও ক’দিন পরে পুরনো গাড়ির মতো হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।’

ড. হাছান বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে, দেশে যেন কেউ শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পরে, জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখা। সে কারণেই শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কোনো কর্মসূচি হিসেবে নয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা ডিসেম্বর মাসে বলেছিলেন নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে। সেখান থেকে কোনো অবস্থাতেই যাবেন না। শেষ পর্যন্ত কোথায় গেলেন?  গরুর হাটে গেলেন। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় বলেছে, সরকারকে ২৪ ঘণ্টা দিলাম, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেলো বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো আর মানুষ হয় না। আর ভিসা নীতি নিয়েও তাদের এত পুলকিত হওয়ার কিছু নেই। 

অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা সমীচীন নয়
গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কাগজে এটি দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে, অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ 'ভাইব্রেন্ট', পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নয়।’ 

ড. হাছান বলেন, ‘গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা কোনো দেশের সমীচীন নয়। অন্য কোনো দেশ আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা সমীচীন নয়।’

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন