২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন কারাবন্দি ইরানি নারী অধিকার আইনজীবী নার্গেস মোহাম্মদী।
নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেছেন, ‘ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে তার লড়াই ও সবার জন্য মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ও নারীদের শরীর ঢেকে রাখার নিয়মের বিরুদ্ধে লড়াই ছাড়াও স্বাধীনতার প্রচারের জন্য মোহাম্মদীকে সম্মানিত করা হয়েছে।’
নার্গেস মোহাম্মদী একজন ইরানী লেখক, মানবাধিকার কর্মী ও ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টারের (DHRC) উপ-পরিচালক। বর্তমানে তিনি তেহরানের এভিন কারাগারে বন্দী রয়েছেন।
মোহাম্মদী বর্তমানে ১২ বছর ধরে একাধিক সাজা ভোগ করছেন। সম্প্রতি তাকে ‘রাষ্ট্রবিরোধী’ প্রচারণা ছড়ানোর জন্য" ১৫৪টি বেত্রাঘাত করা হয়েছে।
কিন্তু মোহাম্মদী তার সক্রিয়তা ও ইরানে মৃত্যুদণ্ড রহিতকরণ ও নারী অধিকারের জন্য প্রচারণার জন্য কাজ করার কারণে কারাগারে রয়েছেন।
ইরানে মাহসা আমিনির প্রতিবাদের পর, মোহাম্মদী এভিন কারাগারে একজন নারী হিসেবে তার নির্যাতনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
মোহাম্মদী ১৯ তম মহিলা যিনি নোবেল শান্তিমেকার পুরস্কার জিতেছেন।
ঢাকাবিজনেস/এমএ/