১৮ মে ২০২৪, শনিবার



বাঞ্ছারামপুরে নকলের দায়ে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ০৪ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
বাঞ্ছারামপুরে নকলের দায়ে ৭ শিক্ষার্থীকে বহিষ্কার


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলীম পরীক্ষার আরবি প্রথম পত্রে নকল করার অপরাধে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) পরীক্ষা শুরুর পর সুবহানিয়া ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্র থেকে এই পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়। ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। 

বাচ্চু মিয়া বলেন, 'আরবি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন ৭ পরীক্ষার্থীর কাছে নকল ও ৪টি মোবাইল পাওয়ায় যায়। এজন্য তাদের ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।'

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, 'পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে ধরা পড়ে ৭ শিক্ষার্থী। এজন্য তাদের বহিষ্কার করা হয়। তারা এ বছর কোনো আলীম পরীক্ষায় অংশ নিতে পারবে না।'

ঢাকা বিজনেস/আজহার/এন



আরো পড়ুন