০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



বাগেরহাটে বৃদ্ধনিবাস ও এতিমখানা ‘স্বপ্ননীড়’ চালু

বাগেরহাট সংবাদদাতা || ০৬ মে, ২০২৩, ০৫:৩৫ পিএম
বাগেরহাটে বৃদ্ধনিবাস ও এতিমখানা ‘স্বপ্ননীড়’ চালু


বাগেরহাটে একমাত্র বৃদ্ধনিবাস ও এতিমখানা ‌‘স্বপ্ননীড়’ এর উদ্বোধন হয়েছে। শনিবার (৬ মে)  দুপুরে লতিফ মাস্টার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘স্বপ্ননীড়’-এর উদ্বোধন করা হয়। 

ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা আলহাজ্ব শেখ হেমায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কুড়িগ্রাম জেলা পরিষদের সচিব শেখ ফরিদুল ইসলাম বাবলু, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, প্রকৌশলী শেখ জাহিদুল ইসলাম এবং বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগতি গ্রামে ৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধ নিবাস, টেকনিক্যাল ইনস্টিটিউট, রকেট স্পোর্টিং ক্লাব এবং লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি। তার মধ্যে ২৯ শতক জমির ওপর নির্মিত হয়েছে স্বপ্ননীড়। ২০ কক্ষবিশিষ্ট স্বপ্ননীড়ে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। রয়েছে ১২০ জন এতিম ও বৃদ্ধ-বৃদ্ধার থাকার জন্য আলাদা বাসস্থান। আধুনিক ডাইনিং স্পেস, বাথরুম, হল রুমসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, সুপারভাইজার এবং অভিজ্ঞ আবাসিক শিক্ষকমল্ডলী। ইতোমধ্যে বেশ কয়েকজন এতিম ও বৃদ্ধ-বৃদ্ধা ভর্তির জন্য আবেদনপত্র জমা জমা দিয়েছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবকাঠি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, উসেকা'র সভাপতি কাজী লিয়াকাত হোসেন, এতিম ও বৃদ্ধনিবাস স্বপ্ননীড়ের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, অ্যাকটিভ টেলিকমের চেয়ারম্যান সরদার জাহিদুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

বাপ্পা/এইচ



আরো পড়ুন