২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



আবারও বাড়লো কাঁচামরিচের ঝাল

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৯ আগস্ট, ২০২৪, ০৭:৩৮ এএম
আবারও বাড়লো কাঁচামরিচের ঝাল


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। গেলো সপ্তাহে বৃস্পতিবার (২২ আগস্ট) প্রতিকেজি কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর ২৯ আগস্ট কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। 

ক্রেতারা বলছেন, সবজি রান্নাসহ বিভিন্ন কাজের কাঁচামরিচের দরকার হয়। কিন্তু কাঁচামরিচের দাম প্রতিদিনই বাড়ছে। কিছুদিন আগে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বাড়তে বাড়তে ২০০ টাকাতে উঠেছে। আর বিক্রেতারা বলছেন, এখন হিলিবাজারে যেসব কাঁচামরিচ বিক্রি হচ্ছে, সবই ভারতীয়। বন্দর থেকে কিনতেই বেশি দাম পড়ছে। তাই তারাও বেশি দামে বিক্রি করছেন। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) হিলিবাজারে কথা হয় মো. আরমান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে এসেছি সবজি কিনতে। আলু ছাড়া অন্য সবজির দাম নাগালের মধ্যেই আছে। তবে কাঁচামরিচের দাম কিছুতেই কমছে না। বরং প্রতিদিন বাড়ছে। গত বৃহস্পতিবার  প্রতিকেজি কাঁচামরিচ ১৮০  টাকা দরে কিনেছি। আর আজ কিনতে হলো ২০০ টাকায়।’

আরেক ক্রেতা মো. সালমান রহমান বলেন, ‘হিলি দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়। এখানে দাম কম থাকার কথা। কিন্তু আমদানিকারকেরা কারসাজি করে দাম বাড়িয়ে দিয়ে বেশি লাভ করছেন। কিছুদিন আগে প্রতিকেজি কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।’ 

কাঁচামরিচ বিক্রেতা মো. মোকরাম হোসেন বলেন, ‘গত সপ্তাহে প্রতিকেজি কাঁচামরিচ বন্দর থেকে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে কিনে ১৮০ টাকায় বিক্রি করেছি। গতকাল বুধবার (২৮ আগস্ট) প্রতিকেজি কাঁচা মরিচ কিনতে হয়েছে ১৯০ টাকা দরে। আর আমরা খুচরা বিক্রেতারা ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। এখানে আমাদের কিছু করার নেই। আমরা যে দামে কিনি, তার ওপর ১০ টাকা লাভ রেখে বিক্রি করি।’ 



আরো পড়ুন