২৬ জুন ২০২৪, বুধবার



মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক || ০৭ আগস্ট, ২০২৩, ১০:০৮ এএম
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়


লিগস কাপের শেষ ষোলোতে টাইব্রেকারে এফসি ডালাসকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেসির ইন্টার মায়ামি। সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচটিতে পূর্ণ সময়ে ৪-৪ গোলে ড্র করে দুদল। তাতে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। যেখান থেকে জয় তুলে নেয় মেসিদের দল ইন্টার মায়ামি। 

ম্যাচে মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসি। তাতে টানা তিন ম্যাচে ক্লাবটির হয়ে জোড়া গোলের মাইলফলক স্পর্শ করেন এলএমটেন। 

এ দিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুদলের মধ্যে। কিন্তু খেলার মাত্র ৬ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। মেসির এমন পারফর্ম দেখে মুহূর্তেই কেঁপে ওঠে টয়োটা স্টেডিয়াম। ভক্তদের উল্লাসে যোগ হয় নতুন মাত্রা। তবে খেলার ৩৭ মিনিটে সেই উত্তেজনায় জল ঢালেন ডালাসের মিডফিল্ডার ফ্যাকুন্ডো কুইগনন। তার গোলে ১-১ সমতা ফেরে ম্যাচে। বিরতির আগে আরও ১ গোল পায় ডালাস।তাতেই বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় দলটি। 

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দলকে ৩-১ গোলের লিড এনে দেন অ্যালান ভেলাস্কো। তবে ৬৪ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করেন মায়ামির খেলোয়াড় বেঞ্জামিন ক্রেমাসচি। তিন মিনিট পরে নিজের জালে বল জড়িয়ে খেলা কঠিন করে ফেলেন রবার্ট টেলর। ডালাস এগিয়ে যায় ৪-২ গোলে। তাতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ার আশা জাগে স্বাগতিকদের।

কিন্তু খেলার তখনও অনেক বাকি ছিল। ৮০ মিনিটে ফ্রি কিকের সুযোগ পায় মায়ামি। কিক নেন মেসি। তিনি সতীর্থদের কাছে বল দিতে ব্যর্থ হন। তবে গোলের সামনে দারুণ পজিশনে বল পাঠান বিশ্বকাপজয়ী তারকা। সেখান থেকে হেডের মাধ্যমে আত্মঘাতী গোল করেন বসেন ডালাসের মার্কো ফারফান। স্কোর তখন ৪-৩।

৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৪-৪ সমতা ফেরান মেসি। তার ফ্রি কিকের শট সরাসরি জালে জড়ায় ডালাসের। মেসির জোরালো শট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক মার্টেন পেসের।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন