২৬ জুন ২০২৪, বুধবার



জানা-অজানা
প্রিন্ট

মরুভূমির বালি বাড়ি তৈরিতে ব্যবহার হয় না কেন

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
মরুভূমির বালি বাড়ি তৈরিতে ব্যবহার হয় না কেন


পাকা ঘর তৈরির অন্যতম উপাদান বালি। নির্মান কাজে সিমেন্টের সঙ্গে বালি মেশানো হয়। মরুভূমিকে বলা হয় বালির দেশ। যেদিকেই চোখ যায়, শুধু বালি আর বালি। কিন্তু, মরুভূমির বালি নির্মান কাজে ব্যবহার করা যায় না। অর্থাৎ, মরুভূমিতে এতো বালি থাকা স্বত্বেও তা বাড়ি তৈরিতে ব্যবহার করা হয় না। কিন্তু কেন?

নির্মাণকাজে বালির সঙ্গে সিমেন্ট মেশানো হয় জয়েন্ট শক্ত করার জন্য। শক্ত জয়েন্টের জন্য রাফ সারফেজ (rough surface) ও কোণাকৃতির বালি দরকার। বালি কোণাকৃতির হলে পারস্পরিকভাবে দুটো তল মিশে যায়। ফলে বায়ু চলাচল করার মতো ফাঁকা জায়গা থাকে না। এতে জয়েন্ট শক্ত হয়। কিন্তু  মরুভূমির বালি খুবই মসৃণ থাকে। এই বালির আকার গোলাকৃতির হয়। ফলে, সিমেন্ট থাকা সত্ত্বেও জয়েন্ট শক্ত হয় না। এই বালি দিয়ে নির্মিত বাড়িঘর মজবুত হয় না। তাই নির্মাণ কাজে মরুভূমির বালি ব্যবহার করা হয় না। 

এছাড়াও, মরুভূমির বালিতে অ্যালকালির পরিমাণ বেশি হয়। কারণ  পানি যখন বাষ্পে পরিণত হয়, তখন মরুভূমির বালিতে লবণের পরিমাণ বেশি হয়। তাই এটি রসায়নগত কারণে নির্মাণ কাজ দুর্বল করে দেয়। তাই বাড়ি তৈরিতে মরুভূমির বালি ব্যবহার করা হয় না। 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন