০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদ কমিটির পরিচিতি সভা

নরসিংদী প্রতিনিধি || ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম
প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদ কমিটির পরিচিতি সভা


নরসিংদী জেলা বে-সরকারি প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদের নতুন গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বে-সরকারি প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি মো: জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। 

এছাড়া বিশেষ অতিথি  ছিলেন নওশেদ খান প্রতিবন্ধী বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা সভাপতি মো. নওশেদ খান, রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম, পাঁচকান্দি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান খান, রায়পুরা প্রতিবন্ধী স্কুল (RDS) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম শরীফ মিয়া, শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: লাভলী সুলতানা খাঁন ও বেলাব প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল হোসেন। 

উল্লেখ্য, এর আগে নরসিংদী জেলা বে-সরকারি প্রতিবন্ধী স্কুল শিক্ষক-কর্মচারী পরিষদের  ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২৩-২৫) গঠন করা হয়েছে। কমিটিতে মো: জসিম উদ্দিন সরকার সভাপতি, মোছা: দেলোয়ারা বেগম রেনু সহসভাপতি, সাধারণ সম্পাদক মমতাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মুক্তা রানী দাস, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জোনা সরকার; রাবেয়া আতিক ও প্রত্যয় দাস নির্বাহী সদস্য। 

ঢাকা বিজনেস/মাহমুদ/এন



আরো পড়ুন