২৬ জুন ২০২৪, বুধবার



ছাতক-দোয়ারাবাজারে বিপদসীমার ওপরে পানি

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ || ২১ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
ছাতক-দোয়ারাবাজারে বিপদসীমার ওপরে পানি


সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি  বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । সোমবার (১৯ জুন) রাত ৯টা থেকে মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৬ সেন্টিমিটার পানি বেড়েছে। নদীতে এখনো পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড-সূত্রে এসব তথ্য জানা গেছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ছাতক উপজেলার সুরমা, পিয়াইন, চেলা নদীসহ সব নদীতে পানি বেড়ে যাওয়ায় পানি প্রবল বেগে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। উপজেলার কালারুকা ইসলামপুর, উত্তর খুরমা,নোয়ারাই, চরমহল্লা, জাউয়াবাজার ইউনিয়নের বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এছাড়া উত্তর খুরমা ইউনিয়ন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন, ছৈলা আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার, সিংচাপইড়, দক্ষিণ খুরমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। 

এদিকে, দোয়ারাবাজার উপজেলার চিলাই, চলতি, সুরমা, চেলা, মরা চেলা, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ সব নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়াসহ নদী তীরবর্তী সড়কগুলোর একাধিক স্থানে ভাঙনসহ ফাটল ধরেছে।  

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট  সুফি আলম সুহেল এবং নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা বলেন, ‘পাহাড়ি ঢলের চাপ নোয়ারাই ও ইসলামপুর দুই ইউনিয়নে বেশি। নদীতে পানি  বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিতে পারে। ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের রাস্তাঘাট ঢলের পানিতে ডুবে গেছে। সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ১ হাজার মানুষের বাড়ি ঘরে ঢলের পানি ঢুকে পড়েছে।’ 

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘মঙ্গলবার (২০ জুন)সকালে জেলার ছাতক উপজেলা পয়েন্ট দিয়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে ও দোয়ারাবাজার উপজেলায় বিপদসীমার কাছাকাছি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদীগুলোর পানি বেড়েছে।  এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা হতে পারে।’

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতে পানি বেড়ে যাচ্ছে। নিম্নাঅঞ্চলে পানি ঢুকে পড়েছে।’ 

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন