২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



সিউলের সঙ্গে ঢাকা ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম
সিউলের সঙ্গে ঢাকা ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশেষ বাণিজ্য ও বিনিয়োগে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিষ্ঠা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক নগরীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন। 

শাহরিয়ার তার বক্তৃতায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন। 

প্রতিমন্ত্রী  ৫০ বছরের গৌরবময় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। একইসঙ্গে আরও গভীর, সর্বব্যাপী সহযোগিতা তৈরি করে এই বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ইউন সুক ইওলের মধ্যে সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রধানমন্ত্রীর ভিশন পুনর্ব্যক্ত করেন।

শাহরিয়ার আলম আমাদের স্বাধীনতার খুব প্রাথমিক পর্যায়ে ১২ মে, ১৯৭২ সালে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কোরিয়ার স্বীকৃতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। সূত্র: বাসস 

 ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন