শরীয়তপুরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার(৩ মে) সকালে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেশিন দিয়ে ধান কাটা-মাড়াইয় কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘স্মার্ট কৃষি বাংলাদেশ বিনির্মানে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটাতে হবে। সমলয় চাষাবাদের মাধ্যমে সময়, শ্রম ও খরচ কমিয়ে যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য। গত জানুয়ারি মাসে আমরা কৃষি বিভাগের মাধ্যমে ৫০ একর জমিতে রবি মৌসুমে উন্নত জাতের বীজ ও সার দিয়েছি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এর আগে আধুনিক প্রযুক্তির রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করে দিয়েছি এখন আবার কৃষি বিভাগের মাধ্যমে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কেটে দিতেছি। আশা করি স্মার্ট কৃষিতে বিপ্লব ঘটবে। ’
কৃষক মরণ মণ্ডল বলেন, ‘আমার শুধু জমি, কৃষি অফিস থেকে বীজ, সার দিয়েছে ও কৃষি অফিস থেকে মেশিনের মাধ্যমে চারা রোপণ করে দিয়েছে এখন আবার কেটে দিলো এতে আমার অনেক কম খরচ হয়েছে গতবছরের চেয়ে এবছর ফলনও ভালো হয়েছে।’
ঢাকা বিজনেস /এমএ