২৬ জুন ২০২৪, বুধবার



বাগেরহাটে ভেজাল তেল বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাট করেসপন্ডেন্ট || ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম
বাগেরহাটে ভেজাল তেল বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


বাগেরহাটে ভেজাল নারিকেল তেল বিক্রির দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিঠাপুকুর ও নাগেরকাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ মূল্য তালিকা না থাকা ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও  সুপার তেল  মিশিয়ে  নারকেল তেল  বিক্রির অপরাধে মুকিত মেডিকেল হল, মুসলিম সুইটস ও মিম এন্টারপ্রইজকে ১৩০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।’

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য  বিক্রয় থেকে বিরত থাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি না করা ও অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন