২৬ জুন ২০২৪, বুধবার



বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা


দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। আর মাত্র ২৪ দিন পরই পর্দা উঠবে টুর্নামেন্টটির ১৩তম আসরের। ভারততে বসতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে ভিন্ন রূপে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। 

নির্বাচিত খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ভিডিওর মাধ্যমে নাম প্রকাশ করেছে। এইভাবে একে একে প্রতিটি খেলোয়াড়ের পরিবারের একজন/দুইজন সদস্য নাম ও জার্সি নম্বর ঘোষণা করে।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে ভারতীয় বংশোদ্ভুত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন ব্যাটসম্যান উইল ইয়ংও। জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের মতো তারকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড  স্কোয়াড :

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।

ঢাকা বিজনেস/এসএ/



আরো পড়ুন