২৬ জুন ২০২৪, বুধবার



বেড়েছে গো-খাদ্য ভুষির দাম

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৬ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম
বেড়েছে গো-খাদ্য ভুষির দাম


দিনাজপুরের হিলিতে গরু-ছাগলের খাবার গমের ভুষির দাম বেড়েছে।  এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজিতে দাম বেড়েছে ৬ টাকা । ৫২ টাকা কেজির মোটা ভুষি বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। এতে বিপাকে পড়েছেন গরু-ছাগলের মালিকেরা। 

ক্রেতারা বলছেন, ৫০ টাকা কেজি দরের ভুষি কেজিতে ২ টাকা করে বাড়তে বাড়তে ৫৮ টাকায় উঠেছে। তারপর বাড়িতে গরু-ছাগল আছে, পরিমাণে কম হলেও কিনতে হচ্ছে। আর বিক্রেতারা বলছেন, ১ মাস ধরেই পাইকারিতে গরু-ছাগলের খাদ্য গমের ভুষির দাম বাড়তেই আছে। ৫০ টাকা কেজির ভুষি এখন ৫৮ টাকায় উঠেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কিনতেই দাম বেশি পড়ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

শনিবার (১৬ মার্চ) হিলি বাজারে ভুষি কিনতে হিলি বাজারে এসেছেন কৃষক মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘আমার বাড়িতে দুটি গাভি আছে। প্রতিদিন ২ কেজি করে ভুষি কিনতে হয়। গেলো সপ্তাহেই প্রতিকেজি ভুষির দাম ছিল ৫২ টাকা কেজি। আজ  কিনতে হলো ৫৮ টাকা কেজি দরে। প্রতিকেজিতে ৬ টাকা করে বেড়েছে।’

লুৎফর রহমান আরও বলেন, ‘আমার গাভি দুটি প্রতিদিন দুধ দেয় বলে আমি টিকে আছি। আর যাদের বলদ বা ষাড় আছে, তাদের জন্য তো ভুষি কেনা কষ্টকর হয়ে পড়েছ।’

আরেক ক্রেতা মো. আজাদ আলী বলেন, ‘আমি ছাগলের জন্য ভুষি কিনতে এসেছি। বাড়িতে ৪টি ছাগল আছে। খড়ের সঙ্গে ভুষি মেখে দিতে হয়। না হলে ছাগল শুধু খড় খেতে চায় না।  তাই প্রতিদিন ভুষি কিনে নিয়ে যাই। কিন্তু দিনদিন ভুষির দাম বাড়ছেই। ৫০ টাকা কেজি থেকে ৫২ টাকা। এখন ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু ভুষি না, আমাকে খড়ও কিনতে হয়। তাই আমার ছাগল পালন করা অসম্ভব হয়ে পড়েছে।’

ভুষি বিক্রেতা মো. সাব্বির হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আমাদের করার কিছুই নেই। ভুষিতে তো আর বেশি লাভ হয় না। কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা। তাও আবার যদি ওজনে কম থাকে, তাহলে লোকসান গুনতে হয়। আগে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে ৪৮-৪৯ টাকা কেজি দরে কিনে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজকেই প্রতিকেজি ভুষি কিনতে হলো ৫৭ টাকা কেজি দরে। আর বিক্রি করছি ৫৮ টাকা কেজি দরে।’ 



আরো পড়ুন