২৫ নভেম্বর ২০২৪, সোমবার



আফিফ আউট নাসুম ইন

ক্রীড়া ডেস্ক || ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯ এএম
আফিফ আউট নাসুম ইন


এশিয়া কাপে আরও একটি বাঁচা-মরার লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মিডল  অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে ৯০ শতাংশ। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের আজকের ম্যাচটি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ শুরুর দুই ঘণ্টা পর থেকে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সবচেয় শঙ্কার বিষয় হলো, বৃষ্টি শুরু হওয়ার পর আর থামার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এতে আরও বলা হয়েছে, শুধু বাংলাদেশের ম্যাচেই নয়। ৭০-১০০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে ফাইনাল পর্যন্ত।

বাংলাদেশ একাদশ 

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন