২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



১৫ রানে ৪ উইকেট নেই আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক || ১১ জুলাই, ২০২৩, ০৮:৩৭ এএম
১৫ রানে ৪ উইকেট নেই আফগানিস্তানের


ঘরের মাঠে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে আফগানিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে টস জিতে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি প্রথমে ব্যাটিং নিয়েছেন। ইনিংসের নবম ওভারে ১৫ রান নিয়ে ৪ উইকেট হারিয়ে চাপে রয়েছেন সফরকারীরা। এদিকে, পর পর ৪ উইকেট নিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের।     

মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে।

আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ওপেনার তাদের নিজ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিলেন। তবে আজ ইনিংসের শুরুতেই আফগান শিবিরে জোড়া আঘাত হেনেছেন একাদশে ফেরা পেসার শরীফুল ইসলাম।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে (১) বিদায় করেছেন শরীফুল। এরপর একই ওভারের পঞ্চম বলে রহমত শাহকে একইভাবে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি এই পেসার। তৃতীয় উইকেটের দেখা পেয়ে গেলেন শরিফুল ইসলাম। আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নবী।  এদিকে আরেকটি উইকেট নিয়েছেন তাসকিন। 

এদিকে, আজ বাংলাদেশের একাদশে ৩টি পরিবর্তন এসেছে। চোটের কারণে ইবাদত হোসেনের সিরিজ শেষ হয়ে গেছে। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। ফলে বাংলাদেশ আজ খেলছে এক জন কম পেসার নিয়ে।

রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ২১ রান। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন