১৮ মে ২০২৪, শনিবার



বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক জানতে চায় বিশ্ব: সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার || ২৯ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক জানতে চায় বিশ্ব: সালমান এফ রহমান


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক বিশ্ব জানতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, ‌‘বিশ্ব নেতারা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক জানতে চান। সবাই চান বাংলাদেশের অভূতপূর্ব অন্নয়নের রহস্য কি, কোন মডেলে এগুচ্ছে উন্নয়ন।’

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সালমান ফজলুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে স্বাক্ষাতের সুযোগ হয়েছে। তারা সবাই বাংলাদেশকে উন্নয়নের মডেল মনে করে উদারহণ দেন। বিশ্বের বিভিন্ন পিছিয়ে পড়া রাষ্ট্রকে উন্নয়নের মডেল অনুসরণ করতে বলেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আর এই অর্জন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

এই উপদেষ্টা আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তিরা মনে করেছিল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে দেশকে আবারও পাকিস্তান বানানো। কিন্তু সেটা সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে তিনি তার বাবা-মা-পরিবার হত্যার প্রতিশোধ নেননি। তিনি জাতির পিতার সোনার বাংলা গড়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক হচ্ছে জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী যখনই কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তখনই জনগণের স্বার্থের দিকে নজর রেখেছেন। তিনি প্রথমেই দেখেছেন, এই সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের লাভ হবে কিনা।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের ‌‘সম্মানিত অতিথি’ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ অনেকেই।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন